আনারসের কেক

Copy Icon
Twitter Icon
আনারসের কেক

Description

Cooking Time

Preparation Time :20 Min

Cook Time : 30 Min

Total Time : 50 Min

Ingredients

Serves : 4
  • 1 কাপ ময়দা


  • 1/2 চা চামচ বেকিং পাউডার


  • 1 কাপ গুঁড়ো চিনি


  • 1 টা ডিম


  • 1/2 কাপ মাখন


  • 1 চা চামচ ভ্যানিলা এসেন্স


  • 6 টা আনারসের স্লাইস


  • 4 টে চেরি

Directions

  • ওভেন 180 ডিগ্রীতে কনভেনশন মোডে প্রিহিট করে নিলাম
  • কেক বসানোর টিনে মাখন লাগিয়ে নিলাম
  • কেক টিনে এক চামচ গুঁড়ো চিনি ছড়িয়ে দিলাম
  • গুঁড়ো চিনির ওপরে আনারসের স্লাইস গুলো সাজিয়ে নিলাম
  • আনারসের স্লাইস গুলোর মাঝখানে মাঝখানে চেরি কুচি দিয়ে সাজিয়ে দিলাম
  • একটি পাত্রে গুঁড়ো চিনি মাখন ডিম ভ্যানিলা এসেন্স একসঙ্গে ভালো করে ব্লেন্ডারে মিশিয়ে নিলাম
  • ময়দা ও বেকিং পাউডার একসঙ্গে মিশিয়ে নিয়ে ডিমের মিশ্রণে ফোল্ড করে মিশিয়ে নিলাম
  • ব‍্যাটার টা কেক বানানোর টিনে আনারস এর ওপরে ঢেলে দিলাম
  • 30 মিনিট বেক করে নিলাম